বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বুধবার (১১ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবিগুলো হচ্ছে ১। অধঃস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভূক্ত করতঃ উক্ত স্কেলে বেতন ভাতা প্রদান ২। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় জেষ্ঠ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা এবং ৩। অধঃস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন। স্মারক লিপি প্রদান শেষে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখা কমিটির সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক জনাব মুহাম¥দ শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক জনাব জালাল মোল্লাসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, তাদের ন্যায্য ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ করে এবং তাদের ন্যায্য ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা প্রদান করে।

সাবরীন জেরীন,মাদারীপুর জেলা প্রতিনিধি