দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কোভিড-১৯ এ সশস্ত্র বাহিনীর কর্মরত ২০ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্য মারা গেছেন ১৭৯ জন। শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত সদস্য ও তাদের পরিবারের ১৫ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সুস্থ হয়ে কর্মস্থলে এবং বাসায় ফিরেছেন। ৪৭৫ জন দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৪৩৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।