মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। প্রতীক মহিলা ও শিশু সংস্থা’র আয়োজনে এবং অ্যাকসেসবাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েল্থ ফাউন্ডেশনের সহযোগীতায় সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়ন পরিষদে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়। নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা। শুভেচ্ছা বক্তব্য দেন ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম। আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমানের সঞ্চালনায় নাগরিক সংলাপে হিমাইতপুর ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। নাগরিক সংলাপে অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান রাখেন হিমাইতপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো: মুক্তার হোসেন, প্রকাশ মান বিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফাসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ। হিমাইতপুর প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের সভাপতি সায়মা ইসলাম কথা মূলপ্রবন্ধ উপস্থাপন শেষে হিমাইতপুর ইউনিয়নের প্রতিবন্ধীজনগোষ্ঠির পক্ষ থেকে কিছু দাবি সমূহ তুলে ধরেন।
নাগরিক সংলাপে হিমাইতপুর ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন মোছা: মারুফাখাতুন, মোছা: তামান্না খাতুন, আলেয়া খাতুন, আ: কাদের, মো: লতিফুর রহমান, মো: সুজনআলী, মোছা: তন্নী, মো: সমাজ আলী প্রমূখ। প্রধান অতিথি তাদের সকল দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি প্রদান করে বলেন মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই নাগরিক সংলাপ অত্যান্ত সময়উপযোগী। তিনি ভূমিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের ২ শতাংশ জমির উপর ঘর সহ পাবনা জেলা স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র মো: সুজন আলীকে লেখাপড়ার জন্য দশ হাজার টাক, হুইল চেয়ার, ঘর তৈরীর জন্য টিন, ভিজিডিকার্ড, ভিজিএফ কার্ডসহ সরকারি সকল সুবিধা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রদানের আশ্বাস প্রদান করেন।