৩৪ হাজার টাকা দামের বিরল প্রজাতির একটি বাঘা আইড় মাছ পদ্মা নদী থেকে ধরা পড়েছে। মাছটির ওজন ২৪ কেজি ১০০ গ্রাম। আজ সোমবার ভোররাতে মুন্সীগঞ্জের শরীয়তপুরে পদ্মা থেকে মাছটি ধরা পড়ে জাকির হোসেনের জালে। তিনি লৌহজং উপজেলার ডহড়ি গ্রামের জেলে।

মাওয়ার পাইকারি মাছ বিক্রেতা মো. রাজিব মাদবর নিলামে ৩৩ হাজার টাকায় মাছটি কেনেন। পরে ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের মালিক মো. জালাল মিয়া। তিনি জানান, আজ সকাল সাড়ে ৬টায় জেলেরা মাছটি বিক্রির জন্য আনেন। বিশাল সাইজের মাছটি দেখার জন্য তখন ভিড় জমে যায়। এরকম বিশাল সাইজের বাঘা আইড় মাছ সচরাচর পদ্মায় ধরা পড়ে না। অনেক দিন এরকম সাইজের বিরল প্রজাতির বাঘা আইড় দেখা যায়নি।