গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মহানগরের ৫৭টি ওয়ার্ডে চার লক্ষঅধিক শিশুকে দিনে রাতে হাম রুবেলার টিকা দেয়া হবে। যারা চাকুরিজীবি অর্থাৎ অনেকে গার্মেন্টসে চাকুরি করেন,তাদের সন্তানদের জন্যে সন্ধ্যার পরও টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। সবার সহযোগিতায় গাজীপুর মহাগরের শতভাগ শিশুকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসব।

তিনি শনিবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, হেলথ অফিসার ডা. মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ। ব্রিফিংয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে জিসিসি মেয়র আনুষ্ঠানিক ভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।