পাবনায় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে প্রতিপক্ষের বিক্ষুব্ধরা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় অন্তত ২০টি দোকানপাট ভাঙচুর, লুটপাট চালায় তারা। এছাড়াও ৫টি বাড়ি ও গোউাউনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিহত বকুল শেখের জানাযা ও দাফন শেষে ফেরার পথে শহরের অন্তত মোড় এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলাকারীদের ছোঁড়া ইট পাটকেলে ৩ পুলিশ কনস্টেবল আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, আরিফপুর কবরস্থানে নিহতের দাফন কাফন শেষে মুসুল্লীরা ফেরার পথে অনন্ত বাজার এলাকায় আসার পর ভেতরে থাকা কিছু দুষ্কৃতিকারী হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা দোকানপাটে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।