শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যাদের কলরবে মুখরিত হয়ে ওঠে তারা নেই প্রতিষ্ঠানে, সবাই যার যার বাড়ীতে অবস্থান করছে। করোনাকালীন এই ছুটিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামের পাতনা পশ্চিম পাড়া জামে মসজিদে একদল যুবক আয়োজন করেছিলেন পবিত্র কুরআন শিক্ষা ক্লাসের। গত ২ অক্টোবর হতে পবিত্র কুরআন শিক্ষা ক্লাস শুরু হয়। ৪০ জন শিক্ষার্থী (ছাত্র এবং বয়স্ক) নিয়ে এই কুরআন শিক্ষার আসর শুরু হয়। প্রতি দিন এশার নামাজের পরে হতে রাত্রী ৯টা পর্যন্ত ক্লাস নিয়মিত চলত। তাদের পবিত্র কুরআন শিক্ষা প্রদান করতেন ক্বারী মাওলানা মোঃ তোজাম্মেল হক।
যুবক এবং কিশোরদের স্মৃতি শক্তি বৃদ্ধির কারণে অল্প সময়ের মধ্যেই তাহারা কুরআন শরীফের বিভিন্ন নিয়ম কানুন শিখে ফেলে। ১৫ ই ডিসেম্বর বাদ এশা তাদের হাতে কুরআন শরীফ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভীমপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সদস্য এনামুল হক সুজন, ক্বারী মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন অত্র মসজিদের সাবেক ইমাম ও খতিব আফাজ উদ্দীন, মসজিদের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সহ সকল মুসল্লিবৃন্দ। যাহারা কুরআন শরীফ পেয়েছেন তারা এক দল যুবক।
এরা হলেন মোঃ জাহিদ হাসান সাদ্দাম, এস এম নাঈম ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, মোঃ জুয়েল ইসলাম, ডাঃ মোঃ আব্দুল মতিন, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, মোঃ মামুনুর রশীদ (কিশোর দল) মোঃ শিহাব , মোঃ ফরহাদ আলম, মোঃ তালহা ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবু হুরাইরা, মোঃ চাঁদ মাহমুদ প্রমুখ।
মোঃ খালেদ বিন ফিরোজ