গাজীপুরে শনিবার চিনি ভেবে কীটনাশক খেয়ে শিশু এক বোন নিহত ও অপর বোন গুরুতর অসুস্থ্য হয়েছে। এদের মধ্যে নিহত সনিয়া আক্তার (সাড়ে ৩) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার তারা বাড়িয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে এবং গুরুতর অসুস্থ্য কথা মনি (৫) একই থানার বালিশা বাড়ি এলাকার দুলাল মিয়ার মেয়ে। কথা মনি নিহত সনিয়ার ফুপাতো বোন।

জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি মোঃ আবু সিদ্দিক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার দেউলিয়া বাড়ি এলাকায় সপরিবারে ভাড়া থেকে স্থানীয় ঝুটের গোডাউনে কাজ করেন শফিকুল ও দুলাল মিয়া। শনিবার সকালে সন্তানদের স্বজনদের কাছে রেখে কর্মস্থলে যান উভয় দম্পতি। তাদের সন্তান সনিয়া ও কথামনি অন্য শিশুদের সঙ্গে বাসায় খেলাধুলা করছিল। খেলার সময় তারা খাটের পাশে একটি পাত্রে থাকা ইঁদুর মারার জন্য চিনি সদৃশ্য কীটনাশক দেখতে পায়। তারা চিনি ভেবে ওই কীটনাশক খেয়ে ফেলে। এতে তারা গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। স্বজনরা আশংকাজনক অবস্থায় ওই দুই শিশুকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সনিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে।