গাজীপুরের কোনাবাড়িতে রবিবার দু’টি বাড়িতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিভিন্ন মালামালসহ প্রায় ৪০টি কক্ষ পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি উত্তরপাড়া এলাকার স্থানীয় সম্ভু সরকারের টিনশেডের বাড়িতে রবিবার বেলা ১১টার দিকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুরের জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে মালামালসহ ওই বাড়ির ১২টি কক্ষ সম্পূর্ণভাবে ও আরো ৭টি কক্ষ আশিংকভাবে পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে মহানগরের কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি বেলতলা এলাকার আলম মিয়ার টিনশেড বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মালামালসহ ১০টি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল ষ্টেশনের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায় বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার ওসি মোঃ আবু সিদ্দিক।