পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নীলফামারীর ডিমলা থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২১ডিসেম্বর)বিকেলে থানা চত্বরে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম)।ডিমলা থানার ওসি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ওসি(তদন্ত)সোহেল রানার সঞ্চালনায় ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু, আয়েশা সিদ্দিকা, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার,খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া,নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ডিমলা উপজেলা সভাপতি সরদার ফজলুল হক, সাংবাদিক ইউনুস আলী মোল্লা প্রমুখ। আলোচনা শেষে পুলিশ সুপার করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।এ সময় অন্যান্যদের মধ্যে সিনিয়র পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম,পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক রাম(বিএমএসএফ)
ডিমলা উপজেলার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। একইদিনে পুলিশ সুপার(এসপি)ডিমলা থানা পরিদর্শন করেন।

 

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।