গাজীপুরের কালিয়াকৈরে ভ্যাকুর (মাটি কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে বৃহষ্পতিবার এক শিশু নিহত হয়েছে। তার নাম লিপু (৭)। সে কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাহিদুল ইসলাম জানান, বৃহষ্পতিবার দুপুরে কালিয়াকৈরের জালশুকা এলাকায় নদীর পাড়ে ভ্যাকু দিয়ে ফসলী জমির মাটি কাটছিল এক মাটি ব্যাবসায়ী। এসময় শিশু লিপু ওই জমির উপর দিয়ে ঘোরাঘুরি ও খেলা করছিলো। এসময় অসাবধানতার কারণে লিপু ভ্যাকুর নিচে চাপা পড়ে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ভ্যাকুর ড্রাইভারসহ মাটি ব্যাবসায়ী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।