হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে শাহ-জাহান ফাউন্ডেশন, পাবনা‘র সহযোগিতায় ও রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এর পরিচালনায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক সংস্থা প্রতীকের আয়োজনে কম্বল, সয়েটার ও মাস্ক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও উন্নয়নকর্মি সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চলতি বছর আমরা প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে ৪২৬টি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। আজ শাহ-জাহান ফাউন্ডেশনের সহযোগিতায় রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এর মাধ্যমে প্রতীক আরও ২৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হলো। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়নে এগিয়ে এসেছে। আশা করছি তারা এ সহযোগিতা অব্যাহত রাখবে। একই সাথে সমাজের বিত্তবাণরা অসহায়দের পাশে দাঁড়াবেন। প্রতীকের প্রকল্প সমন্বয়কারী সায়মা ইসলাম কথা’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ও প্রতীকের নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান বলেন আমাদের প্রতিবন্ধী ভাই-বোনেরা আজ শীতবস্ত্র ও মাস্ক পেয়ে অত্যান্ত খুশি। পাবনা সদর উপজেলার পৌরসভা, মালিগাছা ইউনিয়ন, দোগাছী ইউনিয়ন এবং গয়েশপুর ইউনিয়নের ২৯ জন হত দরিদ্র প্রতিবন্ধী সদস্য শীতবস্ত্র পেল। ১৪১৪ জন প্রতিবন্ধী সদস্যের মধ্যে আজকের ২৯টি সহ মোট ৪৫৫টি শীতবস্ত্র চলতি শীত মৌসুমে প্রতিবন্ধী সদস্যগণ পেয়েছেন। তিনি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে হত দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের রক্ষার জন্য শিক্ষা, চিকিৎসা ও আত্ম-কর্মসংস্থানে সহযোগিতা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।