শহরের হিজড়া এবং এম এস ডাব্লিউদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার লাইট হাউস পাবনা সাব ডিআইসি কার্যালয়ে করোনা মহামারীর প্রভাব মোবাবেলা কার্যক্রমের আওতায় আইসিডিডিআরবি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় (২য় পর্যায়ে) ১৪১০ জন হিজড়া ও এম এস ডব্লিউকে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসাবে পাবনা শহরের ৪৫ জন দরিদ্র ও কর্মহীন হিজড়া ও এম এস ডব্লিউ এর মাঝে খাদ্য ১২ কেজি করে চাল, ৩ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ২ কেজি পিয়াজ বিতরণ হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী ও লাইট হাউস পাবনা সাব ডিআইসি ইনচার্জ মোঃ আরিফুর রহমান এবং মেডিকেল অ্যাসিসটেন্ট শেখ আবু নাঈম অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী হিজড়া ও এম এস ডাব্লিউদের হাতে তুলে দেন। চলমান সংকটকালে খাদ্য সামগ্রী উপহার পেয়ে তারা আনন্দিত হন।