পাবনার সুজানগর উপজেলার চরদুলাই দক্ষিণ পাড়ায় মসজিদের মাটি কাটতে গিয়ে ৫ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এই গ্রেনেডের সন্ধান মেলে। মঙ্গলবার কাউন্টার টেরিরিজম ইউনিট উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিস্কৃয় করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মাটি কাটা শ্রমিকেরা চরদুলাই দক্ষিণপাড়ায় একটি মসজিদের মাটি খনন করা শুরু করে। মাটি খননের এক পর্যায়ে গভীরে গেলে কোদালের সাথে মরিচা ধরা পরপর ৫ টি গ্রেনেড পড়ে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিচা ধরা ৫ টি গ্রেনেড উদ্ধার করে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দৌজা গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গ্রেনেডগুলো ডিসপোজাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়। খবর পেয়ে কাউন্টার টেরিরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখের নেতৃত্বে একটি টিম এসে উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিস্কৃয় করেছেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, হয়তো স্বাধীনতা যুদ্ধের সময়ের এই গ্রেনেড। নতুবা বড় ধরণের নাশকতার জন্য দুস্কৃতকারীরা গ্রেনেডগুলো দীর্ঘদিন আগেই মাটিতে পুতে রেখেছিল।