১১ই ফেব্রুয়ারি রাজধানীর সেন্টজোসেফ এর ইংলিশ ভার্সনের প্রথমবর্ষের মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন (১৭) এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

২০১৯ সালের এই দিনে আদনান তাসিন সেন্টজোসেফ থেকে বাসায় ফেরার পথে দ্রুতগামি ব্রাম্মণবাড়িয়ার “উত্তরা পরিবহন” নামের ঘাতক বাস তাকে ঢাকা বিমানবন্দর সড়ক শেওড়া বাস স্ট্যান্ড (বর্তমান প্রস্তাবিত আদনান চত্বর) জেব্রাক্রসিংয়ের উপর শিক্ষার্থীর পোশাকে দেখে ২৯শে জুলাইয়ের রমিজুদ্দিনের দিয়া-করিম আন্দোলনের কারণে সৃষ্ট ক্রোধে আক্রোশে ঘাতক তাকে ঠাণ্ডা মাথায় চাকায় পিষ্ট করে নৃশংসভাবে হত্যা করে।

এই নির্মমহত্যাকান্ড, মিডিয়ায় না আসা, ভাইরাল না হওয়া ও তার অসুস্থ বাবার প্রভাব, টাকার শক্তি না থাকার কারণে আজও ঘাতকদের ধরা হয়নি,বিচার হয়নি

মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও দুর্ঘটনা নামের আড়ালে সড়ক হত্যা বন্ধের দাবিতে,দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, ঢাকায় “সড়কে সন্তান-স্বজনহারা অভিভাবক ফোরাম” আয়োজিত জাতীয় প্রেসক্লাবে, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি থাকলেও একই স্থানে বিএনপি’র সমাবেশের কারণে তা আনুষ্ঠানিক ভাবে পালিত হয়নি, মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, জাতীয় প্রেসক্লাবে, প্রতিবাদ ও মানববন্ধন,তারিখটি পরে ঘোষণা করা হবে

তার স্মরণে পারিবারিকভাবে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও অসহায়দের মধ্যে অর্থ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।