নাইজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে আবুজা বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, আবুজা থেকে উত্তরাঞ্চলীয় রাজ্য মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর প্লেনটি বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছেন নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা।

এক বিবৃতিতে ওই মুখপাত্র জানান, ‘নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিমানটি বিধ্বস্ত হয়।’ মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে। দারামোলা জানান, ‘দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।’

এদিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর চিফ অব এয়ার স্টাফ। একাধিক টুইটে দেশটির জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন তিনি।