গাজীপুরে ঝুট থেকে তুলা তৈরির একটি কারখানা ও গুদামে মঙ্গলবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগের নছের মার্কেট এলাকায় টিনশেডের একটি ভবনে ঝুট থেকে তুলা তৈরি করা হয়। সেখানে ঝুট ও তুলা মজুদ ছিল। মঙ্গলবার সকালে ওই ভবনে আগুনের সূত্রাপাত হয়। স্থানীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশন ও কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের ৪টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ওই ভবনের কারখানায় ও গুদামে থাকা ঝুট ও তৈরি তুলা পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।