বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১০টায় পাবনা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়কের অফিস পাড়া প্রদক্ষিন করে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় ও সহযোগী সংস্থা সমূহের আয়োজনে এবং পাবনা সিভিল সার্জন অফিস, ব্র্যাক ও নাটাব এই কর্মসূচি বাস্তবায়ন করে। র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটাব পাবনা জেলা কমিটির কার্যকরী সদস্য সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল আহমেদ সিদ্দিকী। ধারণাপত্র পাঠ করেন ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির এরিয়া সুপারভাইজার মোঃ সোহেল ইসলাম। সভায় অন্যানন্য’র মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বক্ষব্যাধি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোখলেসুর রহমান, আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান, নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউটের সুপারিন্টেন্ড ড. উমা রায়, সাংবাদিক আব্দুল হামিদ খান। সভা পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্ডানাইজার মোঃ নজরুল ইসলাম।