ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে আন্দোলন করতে থাকে হেফাজতের কর্মীরা।সেই মুদি বিরোধী আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের ও পুলিশের গুলিতে হেফাজতের কর্মী নিহতের প্রতিবাদে আজ রোববার হেফাজতের ডাকা সকাল সন্ধা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়।

২৮ মার্চ রোববার সকাল থেকেই মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহা সড়কের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেন হেফাজতের কর্মী সমর্থকেরা।আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে প্রস্তুত ছিলেন।হরতালে কোন ধরনের দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।পরিস্তিতি ছিল শান্ত।পরে বিকালের দিকে মাধবপুর উপজেলার হেফাজতের নেতা মাওলানা সিরাজুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে উল্লেখিত দিনের হরতালের কর্মসূচি সমাপ্ত ঘোষনা করেন। কর্মসূচির ব্যাপারে উনার কাছে জানতে চাইলে তিনি বলেন,কেন্দ্রের ঘোষনা অনুযায়ী হরতাল কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করেছি।আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে।তিনি বলেন জনগনের কষ্টের কথা চিন্তা করেই তারা আজকের মত হরতাল কর্মসূচি সমাপ্ত করেন।পরবর্তীতে কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে সে কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করবেন বলে জানান।পরে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি