প্রিয়জন নয় প্রয়োজন ছিলাম

আমি তো তোমার প্রয়োজন ছিলাম
কভু প্রিয়জন হতে তো পারিনি ;
তবুও ধন‍্য কিছু একটা তো ছিলাম
তাইতো তব সঙ্গ কভু ছাড়িনি।

প্রিয়জন হওয়ার সাধ‍্যি কোথায়
যোগ‍্যই হতে তো পারিনি ;
তবুও ধন‍্য প্রয়োজন হয়ে তব
সেবা-যত্নে কভু হারিনি।

হয়তো প্রিয়জন হয়ে মনের গভীরে
একটু জায়গা টুকুও করিনি ;
তবুও তো পূজারী হয়ে তোষেছি সতত
তাই তো আজো তব পূজা ছাড়িনি।

এভাবে প্রয়োজন শেষে তাড়াবে আমায়
তা তো কোনদিনও আমি ভাবিনি ;
তবু সারমেয় সম পড়ে আছি ও রবো
নেমকহারাম হতে তো পারিনি।

– বিপ্লব গোস্বামী