মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নে একটি কুকুর মেরে ফেলা কে কেন্দ্র করে উল্লেখিত ইউনিয়নের ঘিলাতলি ও মিঠাপুকুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে প্রায় উভয় গ্রামের অর্ধ শতাধিক লোক আহত হয়।
১১ এপ্রিল রোজ রবিবার সকালের দিকে কুকুর মেরে ফেলাকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পরে।বিভিন্ন সূত্রের মাধ্যমে খোজ নিয়ে জানা যায়,ঘিলাতুল গ্রামের চুন্নু মিয়ার ছেলে মোঃকবির মিয়া একটি কুকুর পালন করতেন।তিনি অভিযোগ করেন গত ০৮ এপ্রিল রাতে প্বার্শবর্তী মিঠাপুকুর গ্রামের মোঃআবেদ মিয়ার ছেলে মোঃসুরুজ মিয়া সেই কুকুরটিকে তার চালিত সি এন জি দ্বারা চাপা দিলে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়।এই বিষয়ে ঘিলাতলী গ্রামের মোঃকবির মিয়া মিঠাপুকুর গ্রামের মোঃসুরুজ মিয়ার নামে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।এই বিষয় নিয়ে পরবর্তীতে উভয় গ্রামের মাঝে উত্তেজনা বিরাজ করতে থাকল।১১ এপ্রিল রোজ রবিবার মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃআব্দুর রাজ্জাক উভয় গ্রামের মুরুব্বিদের কে নিয়ে উক্ত বিষয়টি নিষ্পত্তি করার জন্য সালিশের ডাক দেন কিন্তু তারা সালিশে না এসে সকাল ১০ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।সংঘর্ষে উভয় গ্রামের প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়।তাদের মাধবপুর উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ও মারাত্মক আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।এই ব্যাপারে ফোনে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সাথে কথা হলে তিনি জানান,একটি কুকুর মেরে ফেলা কে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরে।এখন পরিস্তিতি নিয়ন্ত্রনে আছে।পরবর্তীতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি