মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতেও ঢিলেঢালা ভাবে মহালছড়িতে শুরু হলো পাহাড়ীদের সবচেয়ে বড় উৎসব বৈ সা বি – ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু। তিনটি নামের আদ্যক্ষর নিয়ে বৈসাবি। তিনদিন ধরে উদযাপিত উৎসবের আজ প্রথম দিন। নদীতে ফুল ভাসানোর দিন।
এই দিন ভোরে ঘুম থেকে উঠে তরুণ-তরুণীরা বাড়ি বাড়ি ও বিভিন্ন এলাকা ঘুরে ফুল সংগ্রহ করে, এরপর নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিশ্ব মঙ্গল কামনায় মা গঙ্গার উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পাহাড়িদের বৈসাবি উৎসব শুরু। এই দিনটি উপলক্ষে পাহাড়ের বাড়িগুলো বিভিন্ন ফুল দিয়ে সজ্জ্বিত করা হয়।গ্রামে গ্রামে আয়োজন করা হয় বিভিন্ন খেলা-ধুলার প্রতিযোগিতা।
আগামীকাল মূল বিজু, এই দিনে পাহাড়ীদের প্রত্যেকটি বাড়িতে রান্না করা হয় পাজন(বিভিন্ন প্রকার সব্জির মিশ্রন), এছাড়াও পাহাড়ীদের তৈরিকৃত বিভিন্ন ধরনের পিঠা দিয়েও আপ্যায়ন করা হয় অতিথিদের। বৈশ্বিক কোভিড-১৯ পরিস্থিতিতে এই উৎসবে কিছুটা ভাটা পরলেও, যে যার মত স্বাস্থ্যবিধি মেনে বৈ সা বিউৎসব পালন করার চেষ্টা করতেছে পাহাড়িরা।

মিল্টন চাকমা কলিন,(মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি