গাজীপুরে ডিবি কর্মকর্তা পরিচয়ে অটো রিকশা চুরি করে নিয়ে পালানোর সময় এলাকাবাসি শাহজাহান (৩২) ও কুদ্দুস (৪০) নামের দুইজনকে আটক করেছে। এসময় তাদের ব্যবহৃত সিএনজি চালিত একটি অটো রিকশা জব্দ করা হয়। জিএমপি’র উপ-কমিশনার (অপরাধ-উত্তর) মোঃ জাকির হাসান শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

জিএমপি’র উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে আটটার দিকে ডিবি কর্মকর্তা পরিচয়ে দুই ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেইট যাওয়ার কথা বলে সেনা কল্যাণ ভবন সংলগ্ন সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ব্যাটারি চালিত একটি অটো রিকশায় উঠে। কিছুদুর যাওয়ার পর ওই দুই যাত্রী শাহজাহান ও কুদ্দুস তাদের ল্যাপটপ সিএনজি ফিলিং ষ্টেশনে ফেলে এসেছে জানিয়ে তা আনতে রিকশা চালককে অনুরোধ করে। সরল বিশ্বাসে চালক ওই দুইজনকে তার অটো রিকশায় বসিয়ে রেখে ল্যাপটপ আনতে ফিলিং ষ্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এসময় পেছন থেকে ওই দুইজনের সহযোগীরা অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। চালক ঘটনাস্থলে ফিরে এসে তার রিকশা না পেয়ে ডাক চিৎকার শুরু করে। অবস্থা বেগতিক দেখে শাহজাহান ও কুদ্দুস তাদের সহযোগীদের ব্যবহৃত সিএনজি চালিত একটি অটো রিকশায় চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী ও পথচারীরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে তাদের ব্যবহৃত সিএনজি চালিত একটি অটো রিকশাসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করে নিয়ে যাওয়া অটো রিকশাটি রাতে মিল গেইট এলাকা হতে উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।