গত বছরের তুলনায় চলতি বছরে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাইতো করোনা আক্রান্ত হয়ে ভারতে একদিনে ১২০০ মানুষের মৃত্যু হয়েছে। টানা তিন ধরে হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। শুক্রবার (১৬ এপ্রিল) একদিনে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫৮৮ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৮ শতাংশ।