শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ পালন উপলক্ষে এক ভার্চুয়াল (জুম মিটিং) সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার জন্য অধিক ও মানসম্মত বিনিয়োগ প্রতিপাদ্য নিয়ে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে জুমে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোখলেছুর রহমান, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান। সভায় মানসম্মত শিক্ষা, শিক্ষাক্ষেত্রে বাজেট, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করণ ও ইন্টারনেট মূল্য সহজলভ্য, করোণাকালীন দূর্যোগ মোকাবেলা করে শিক্ষারমাণ ঠিক রাখা, ঝড়ে পড়া শিক্ষার্থীরোধ করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক বিশ্ববার্তা সম্পাদক শহীদুর রহমান, শিক্ষক আশরাফ আলী, শিক্ষক আব্দুল দাইয়ান, শিক্ষক শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক ও রন্ধন শিল্পী রোকসানা রিমা, শিক্ষক জেসমিন আরা শিল্পী, শিক্ষক দীপালী, শিক্ষক লিমন আমীর শিক্ষক হেলেনা খাতুন, শিক্ষক হাসিনা আক্তার রোজি, শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুল কাদের, শিক্ষক ফিরােজ হোসেন স্বপন, এনজিও প্রতিনিধি ড. নাঈমা ইসলাম, এনজিও প্রতিনিধি নাসির উদ্দিন ময়নুল, এনজিও প্রতিনিধি আব্দুস সামাদ, এনজিও প্রতিনিধি এসএম সাইফুর রহমান, সাংস্কৃতিক কর্মি আশিকুর রহমান ভাস্কর চৌধুরী প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু ও স্বাগত বক্তব্য এবং প্রযুক্তিগত কারীগরি সহায়তা প্রদান করেন সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী। সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সাংস্কৃতিক কর্মি, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন এবং বিভিন্ন সুাপারিশ তুলে ধরেন।