গাজীপুরের কালীগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের বক্তারপুর ইউনিয়নের পয়লানপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার মৃত আসু নেওয়াজ চৌধুরীর ছেলে মোটর সাইকেল চালক হাফেজ সোহেল চৌধুরী (৩০) এবং জামালপুরের ইসলামপুর থানার ফুলকান্দি এলাকার আকাব আলীর ছেলে মোঃ নুর ইসলাম (৩৫)। এদের মধ্যে হাফেজ সোহেল চৌধূরী স্থানীয় ছোটদেউলিয়া মসজিদের ইমাম এবং নুর ইসলাম কৃষি (ধান কাটার) শ্রমিক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার দুপুরে জোহরের নামাজ পড়ানোর জন্য হাফেজ সোহেল চৌধুরী বাড়ি থেকে মোটর সাইকেল দ্রুতগতিতে চালিয়ে ছোট দেউলিয়া মসজিদে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের পয়লানপুর এলাকায় ধানের বোঝা বহণকারী এক শ্রমিককে পাশকাটাতে গিয়ে অপর শ্রমিকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে মোটর সাইকেল চালক হাফেজ সোহেল চৌধুরী ও কৃষি শ্রমিক নুর ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা দু’জনই মারা যান। নিহতদের লাশ তাদের স্বজনরা বাড়ি নিয়ে গেছে।