ভারত থেকে ধারণার বেশি বাংলাদেশি আসছে। তাদের সংখ্যা এত বেশি যে, বেনাপোলের হোটেলগুলোর পর এবার যশোর ও আশপাশের জেলার হোটেলগুলো অধিগ্রহণ করা হচ্ছে কোয়ারেন্টাইনের জন্য। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ভারত থেকে যত লোক ফেরত আসার কথা আমরা চিন্তা করেছিলাম, তার থেকে অনেক বেশি মানুষ আসছে। বেনাপোলের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে। যে কারণে এখন যশোর শহরের হোটেলগুলো রিকুইজিশন করার সিদ্ধান্ত নেয়া হলো। ১৬টি হোটেল রিকুইজিশন করা হয়েছে।

শুক্রবার রাত ১১টায় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানান, ২৪০ জন বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২০১ জন। এদিকে জেলা প্রশাসন ধারণা করছে এই সংখ্যা ক্রমেই হাজার ছাড়িয়ে যাবে।