জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন দিয়েছে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের। মঙ্গলবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

দেশের ১৮৬ টি উপজেলায় এক হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন।

আর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দেশের ১২৫ টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।