খবর প্রকাশের পর জানতে পেরে নওগাঁর আত্রাইয়ে ব্রজপুর গ্রামের লবা প্রামানিকের অসুস্থ (পাগল) চার ছেলে-মেয়ের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম। গতকাল শনিবার ডেইলি অবজারভার, প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এতে আত্রাই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। দেরি না করে ঐদিন সন্ধায় মানবিক সহায়তার সহানুভুতি নিয়ে অসুস্থ ছেলে-মেয়েদের কাছে ছুটে যান ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি। পরিবার, প্রতিবেশি ও ইউপি সদস্যদের সাথে কথা বলেন। অসুস্থ ছেলে-মেয়েদের চিকিৎসা এবং পরিবারের খোজ-খবর নেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পোষাক, পরিস্কার-পরিচ্ছন্ন এবং খাদ্য সামগ্রী দেয়া হয়। সেইসাথে অতিদ্রুত সময়ের মধ্যে পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে অসুস্থ ছেলে-মেয়েদের চিকিৎসা গ্রহনের দায়িত্ব নেন ইউএনও।