জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বমানের করে গড়ে তুলতে হলে আমাদেরকেও আধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে। অন্যথায় আমরা কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে পিছিয়ে যাবো।

তিনি বৃহস্পতিবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

উপাচার্য আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ের শিক্ষাকার্যক্রম নবগতিতে ফের শুরু করতে হবে। শিক্ষার্থীরা যাতে ক্লাশ-পরীক্ষায় অংশ নিতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে হবে। প্রশাসনিক কাজে কোন ধরনের স্থবিরতা চলবে না। কারো অবহেলার কারণে যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষা পরিবারের কোন ক্ষতি না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে।

উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান কর্মমুখি শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে বলেন, আমাদেরকে কর্মমুখি শিক্ষা সংক্রান্ত শর্ট কোর্স চালু করতে হবে। আধুনিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে আমাদের অ্যাকাডেমিক কারিকুলাম তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা কর্মজীবনে সেটিকে কাজে লাগাতে পারে।

সভায় ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, ¯œাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. মোহাম্মদ বিন কাশেম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম, প্রক্টর (ভারপ্রাপ্ত) মু. আখতারুজ্জামান, তথ্যপ্রযুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ গত ৩০ মে প্রফেসর ড. মো. মশিউর রহমানকে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। ৩১ মে তিনি ওই পদে যোগদান করেন।