গাজীপুরে শনিবার বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছে। নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৫০) ও গাইবান্ধা জেলা সদরের পশ্চিম পলিয়া এলাকার জালাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৩৫)।

রেলওয়ের জয়দেবপুর জংশন ষ্টেশনের এ এস আই কামাল হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা টেকিবাড়ি এলাকার সোনা মিয়ার বাড়িতে পাশাপাশি ভাড়া বাসায় স্বপরিবারে থেকে এলাকায় দিনমুজুরের কাজ করেন আব্দুল মোতালেব ও জালাল উদ্দিন। শনিবার সকালে বৃষ্টির সময় বাসার পার্শ্ববর্তী ঢাকা-রাজশাহী রেলরুট সংলগ্ন আম গাছের নীচ থেকে আম কুড়াচ্ছিলেন তাদের স্ত্রী মোরশেদা বেগম ও সাজেদা আক্তার। আম কুড়ানোর এক পর্যায়ে তারা রেললাইনের উপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীর চিলহাটিগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।