মাদারীপুর র‌্যাব-৮ কর্তৃক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কালিগঞ্জ বাজারে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুন আনুমানিক দুপুর ১২টা ১৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে সুশান্ত বাড়ৈ(৪৫) এর গোডাউন হতে অবৈধভাবে মজুতকৃত ১০ হাজার মিটার চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করে গোডাউন মালিককে আটক করা হয়েছে।

মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও জনাব মোহাম্মদ ইউসুফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এবং মোঃ আনিসুর রহমান মৎস্য কর্মকর্তা কোটালীপাড়া, গোপালগঞ্জে ২৪ জুন আনুমানিক প্রায় ২ঘন্টা পর্যন্ত যৌথ অভিযানে কালিগঞ্জ বাজারে সুশান্ত বাড়ৈ(৪৫), পিতাঃ মহন্ত বাড়ৈ এর গোডাউন হতে অবৈধভাবে মজুতকৃত ১০ হাজার মিটার সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করে গোডাউন মালিককে আটক করা হয়। এসময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আটকৃত ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ধারা ৪(ক) এর লংঘনের অভিযোগে শাস্তি ৫(২) ধারা অনুসারে তাহাকে ১০ হাজার টাকা অর্থাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতে উদ্ধারকৃত চায়না ম্যাজিক কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয় এবং আটককৃত ব্যক্তির নিকট হইতে জরিমানার টাকা আদায় পূর্বক এধরনের কর্মকান্ড হতে বিরত থাকার জন্য সর্তক করা হয়।

সাবরীন জেরীন,মাদারীপুর।