গাজীপুরে এনএসআই’র সহকারি পরিচালক পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে বৃহষ্পতিবার বিকেলে এক প্রতারককে আটক করেছে জিএমপি’র গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে এনএসআই এর একটি নকল আইডি কার্ড ও বিভিন্ন মোবাইল অপারেটরের ১০টি সিমসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

আটককৃতের নাম- মোঃ শাহিন (৩৫)। সে ব্রাহ্মনবাড়িয়ার নাসির নগর থানার হরিপুর এলাকার কবির ইসলাম শাহ এর ছেলে।

জিএমপি’র গোয়েন্দা বিভাগের ওসি (উত্তর) এমদাদুল হক জানান, গত কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন মহলে নিজেকে এনএসআই এর সহকারি পরিচালক মাহবুব হাসান হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে আসছিল শাহিন। সে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠাণে চাকুরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহষ্পতিবার বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করে। এসময় তার কাছ থেকে এনএসআই এর একটি নকল আইডি কার্ড, চাকুরি প্রত্যাশির কাগজ ও বিভিন্ন মোবাইল অপারেটরের ১০টি সিমসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।