করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বাংলাদেশসহ এশিয়ার আরো তিনটি দেশ থেকে দুবাইগামী যাত্রীবাহী ফ্লাইট অন্তত আগামী ২১ জুলাই পর্যন্ত স্থগিত করেছে এমিরেটস।

সোমবার (১২ জুলাই) দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। অন্য তিনটি দেশ হলো- ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বিমান সংস্থাটি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনার সঙ্গে মিল রেখে এমিরেটস আগামী ২১ জুলাই পর্যন্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে দুবাইগামী যাত্রীদের ফ্লাইট স্থগিত রাখবে।’

এ ছাড়া, গত ১৪ দিনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীরা অন্য কোনো স্থান থেকেও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবে না বলে জানিয়েছে বিমান সংস্থাটি। গত ১৩ মে বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের প্রবেশ স্থগিত করে আমিরাত।