পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ১৯টি স্থানে অস্থায়ীভিত্তিতে পশুর হাট বসানো হবে। আগামী ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত নগরীর এসব অস্থায়ী হাটে পশু বিক্রি করা যাবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি হাট বসবে। আগামী ১৭ জুলাই থেকে এসব হাটে পশু কেনা–বেচা শুরু হবে। দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর ১৯টি অস্থায়ী হাটে পশু বিক্রি করার বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচা–কেনা চলবে।