কঠোর বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আজ (১৫ জুলাই) থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। এর আগে গত মঙ্গলবার বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলবে এবং ওই দিন ভোর ৬টা থেকে ৫ই আগস্ট পর্যন্ত পুনরায় বন্ধ করে দেয়া হবে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বর গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিকে আজ সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক।