বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) রবিবার ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১’। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকে বিভিন্ন মাছের পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন। ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষদীয় ডীন প্রফেসর ড. নার্গিস সুলতানা।