গাজীপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রী তিন কিশোরী মারা গেছে। এ ঘটনায় নিহত এক কিশোরীর ছোট বোন (অপর এক শিশু) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার সদর উপজেলার পাইনশাইল এলাকায় তুরাগ ও শালদো নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকার সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪) ও মঞ্জুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪)। এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে নিহত রিচির ছোটবোন রিয়া আক্তার (১০)। এদের মধ্যে আইরিন স্থানীয় গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী, একই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী রিয়া, রিচি স্থানীয় ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রিচি ও মায়া একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন ও ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার তাশারফ হোসেনসহ এলাকাবাসি জানান, সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে প্রতিবেশী ৫ কিশোরী বাড়ির পার্শ্ববর্তী সদর উপজেলার পাইনশাইল এলাকায় তুরাগ ও শালদো নদীর মোহনায় গোসল করতে যায়। তারা পানিতে নামলে ¯্রােতের টানে রিচি গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে অপর তিন কিশোরীও পানিতে তলিয়ে যায়। তাদের অপর সঙ্গী পাড়ে উঠে এসে ডাক চিৎকার শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে রিচিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে পানিতে উদ্ধার কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা আইরিন ও মায়া আক্তারের লাশ পানির নীচ থেকে উদ্ধার করেন। তবে সন্ধ্যার পর পর্যন্ত নিখোঁজ রিয়া আক্তারের সন্ধান পাওয়া যায় নি। তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।