সরকার ঘোষিত ২০২২সালের এসএসসি পরীক্ষায়ও ৭০% এর পরিবর্তে ২০২১ সালের মতো শর্টসিলেবাসে (৩০%) তিন বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে ফের বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীরা। এসময় কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর ও চালক-হেলপারকে মারধর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় প্রায় দুই ঘন্টা এ কর্মসূচি পালন করে তারা।

জানাগেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, লিংকন স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) উচ্চ বিদ্যালয়, বিওএফ পাবলিক উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ সালের কয়েকশ এসএসসি পরীক্ষার্থী বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় জড়ো হয়। এসময় তারা সরকার ঘোষিত ২০২২সালের এসএসসি পরীক্ষায় ৭০% এর পরিবর্তে ২০২১ সালের মতো শর্টসিলেবাসে (৩০%) গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এসময় কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর ও চালক-হেলপারকে মারধর করে। শিক্ষার্থীদের অবরোধের কারনে সবতয়টি সড়ক ও মহাসড়কে যানবাহন আটকা পড়ে চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মোঃ জাকির হাসান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড প্রটেকশন) মোঃ হুমায়ুন কবির, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙেঙ্গ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের আশ^াস দেন। আশ^াস পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে। প্রায় দুই ঘন্টা পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কগুলোতে পুনঃরায় যানবাহন চলাচল শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোভিড ১৯ এর কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টার গুলো বন্ধ থাকায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা তাদের সিলেবাস শেষ করতে পারে নাই। বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসের পড়াশুনার উপর নির্ভরশীল। তাই আমাদের দাবি বিশেষ বিবেচনায় ২০২১সালের মতো আগামি ২০২২সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত ৩০শতাংশ সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে নেয়ার দাবি জানাচ্ছি।

জিএমপি’র উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মোঃ জাকির হাসান এ ব্যাপারে জানান, এর আগে গত ৯ ডিসেম্বর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওইদিন তারা শিক্ষামন্ত্রীর বরাবরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি পেশ করে। মঙ্গলবার তারা ফের চান্দনা চৌরাস্তা মোড়ে কর্মসূচি পালন করে। বিষয়টি নিয়ে আলোচনার আশ^াস দেওয়া হলে আন্দোলনরত শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।