জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্ব খেলে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনাভাইরাস আক্রান্ত হন। পরে জানা যায় দুজনের শরীরের কোভিডের নতুন ধরণ ওমিক্রনের অস্তিত্ব মিলেছে। এমন খবরের কদিন পর দলের আরেক সদস্যরও আক্রান্তের খবর পাওয়া যায়। তবে সেটার ধরণ ওমিক্রণ ছিল না।

দলের তিন সদস্য আক্রান্ত হবার পর জিম্বাবুয়ে ফেরত দলের সদস্যদের কোয়ারেন্টিনের সময়ও বেড়ে যায়। তবে স্বস্তির খবর, ওমিক্রণ শনাক্ত হওয়া দুই ক্রিকেটার সুস্থ হয়েছেন। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।

রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন শেষের দিকে। শেষ বার পরীক্ষায় নেগেটিভ ফল পেলে বাসায় ফেরার অনুমতি দেয়া হবে। উল্লেখ্য জিম্বাবুয়ে ফেরত নারী দলের দুই সদস্যের মাধ্যমেই দেশে প্রথম ওমিক্রণ ধরন শনাক্ত হয়।