মাদারীপুরে ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় জয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে কাওসার দর্জি (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত ৩১ জানুয়ারী মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে ইকবাল দর্জি জয়ী হন। আব্দুল আলিম দর্জি পরাজিত হওয়ায় নির্বাচনের পর থেকে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।
এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে ঝিকরহাটি এলাকায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আলিম দর্জি তার লোকজন নিয়ে ইকবাল দর্জির সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হলে কাওসার দর্জি নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবরীন জেরীন,মাদারীপুর।