মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মিরসরাইয়ের দক্ষিণ মঘাদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠান উপজেলার সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়া (কাজীর তালুক) এলাকায় দক্ষিণ মঘাদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুন নবীর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাছান মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবলু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুরেআলা মজুমদার চৌধুরী ডলি, কেডিএস গ্রুপের সি.এফ কামরুল হাসান এফ.সি.এ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ইঞ্জিনিয়ার হামিদুল হক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম চৌধুরী আশরাফ, সাউথ মঘাদিয়া এডুকেশন এন্ড স্যোশাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান ভূইয়া স্বপন, সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহরিয়ার, মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম মাস্টার, দক্ষিণ মঘাদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বমোট ১৪ টি ইভেন্টে ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। যৌথভাবে শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচিত হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌস উল বারি ও সামিয়া আক্তার জেলি।
অনুষ্ঠানে সাউথ মঘাদিয়া এডুকেশন এন্ড স্যোশাল ডেভেলপমেন্ট ফোরামের সার্বিক সহযোগীতায় চক্ষু শিবিরের আয়োজন করে শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি