উন্নয়নের সাথে দূর্নীতি লেগে আছে। আমরা ৪১ সালে যখন যাব তখন দূর্নীতি থাকবে না বলে মন্তব্য করে ক্যান্সার রোগীর সাথে তুলনা করেছেন বাংলাদশে দূর্নীতি দমন কমিশন এর কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। আজ সকাল ১০টায় সমন্বিত জেলা কার্যালয়ের অডিটরিয়ামে দূর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দুদক কমিশনার এসব কথা বলেন। মাদারীপুর জেলার জেলা প্রশাসক ড.রহিমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশন এর কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান । তিনি আরো বলেন ,দূর্নীতির মামলায় কোন মধ্যবর্তী ব্যবস্থা নেই। কখনো রদ হয়না, হয় পরিসমাপ্তি না হয় সাজা। তিনি সবাইকে সাবধান করে বলেন, দূর্নীতি করলে কোন পার পাবেন না। জিরো টলারেন্স নিয়ে মন্তব্যকারীদরে উদ্দশ্যে বলেন,যখন উন্নয়ন হবে তখন সর্বস্থরের উন্নয়ন হবে। দূর্নীতি আমাদের পিছে লেগে আছে। আমরা যখন ২০৪১ সালে যাব তখন দূর্নীতি থাকবে না। এখন আমাদের সাথে পা মিলিয়ে চলছে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দুদক তদন্ত -১ মহাপরিচালক রেজানুর রহমান, একে এম সোহেল,শরিয়াতপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান,পুলিশ সুপার এস এম আশ্রাফুজজামান,মাদারীপুর এর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল প্রমুখ। এর আগে সমন্বিত জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করার পরেই বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে জেলা দূর্নীতি দমন কমিশন কার্যালয় উদ্বোধন করেন।

সাবরীন জেরীন,মাদারীপুর।