ক্রীড়া ডেস্ক :
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে একা মহেন্দ্র সিং ধোনির অবদান নেই। বাকি ১০ জন ক্রিকেটারেরও ভূমিকা রয়েছে। এক টিভি শোয়ে সাফ বললেন বিশ্বকাপজয়ী সেই দলের অন্যতম সদস্য হরভজন সিং।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে এক টিভি শোয়ে মহম্মদ কাইফের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ভাজ্জি। সেখানে কাইফ ২০২০ সালে দিল্লির আইপিএল ফাইনালে ওঠার জন্য কৃতিত্ব দেন অধিনায়ক শ্রেয়স আয়ারকে। কাইফ বলেন, ‘দু’বছর আগে দিল্লির ক্যাপ্টেন ছিল শ্রেয়স। দুরন্ত দক্ষতায় দলকে ফাইনালে তুলেছিল।’
এই মন্তব্যের পরই হরভজন বলে ওঠেন, ‘শ্রেয়স দিল্লিকে ফাইনালে তুলেছিল মানে কী? বাকি ক্রিকেটাররা কী করছিল তাহলে?’ এরপরই ২০১১ বিশ্বকাপের প্রসঙ্গ টানেন প্রাক্তন অফস্পিনার। বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে শিরোনাম হয়, কাপ অজিদের। কিন্তু ভারত যখন বিশ্বকাপ জিতল তখন সবাই বলল, এমএস ধোনি কাপ জিতেছে। তাহলে বাকি ১০ জন কি ওখানে লস্যি খেতে গিয়েছিল? ভুলে যেও না, ক্রিকেট একটা টিম গেম। ৭-৮ জন ক্রিকেটার নিয়মিত ভালো খেললে তবেই একটা দল চ্যাম্পিয়ন হতে পারে।’