মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঁহাতি এই অলরাউন্ডার শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মোশাররফ রুবেল। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।