ক্রীড়া ডেস্ক :
ম্যাচের বয়স তখন ৬৮ মিনিট। নেইমারের পাস ধরে আলতো টোকায় বলটাকে একটু এগিয়ে দেখে নিলেন প্রতিপক্ষ গোলরক্ষকের অবস্থান। তারপর বাঁপায়ের ট্রেডমার্ক শটে জাল কাঁপালেন লায়োলেন মেসি। ধরা দিলেন চেনা মেজাজে। মেসির এই গোলের সুবাদে শনিবার পার্ক দ্য প্রিন্সেসে লেন্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল পিএসজি।
সেই সঙ্গে চার ম্যাচ বাকি থাকতেই ঘরে তুলল দশম ফরাসি লিগ খেতাব। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭৮ পয়েন্ট। প্যারিসের ক্লাবটিতে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন মেসি। আর্জেন্তাইন মহাতারকার ক্লাব ফুটবল কেরিয়ারে সংখ্যাটা দাঁড়াল ৩৬।
যৌবনের উপবন বার্সেলানা ছেড়ে চলতি মরশুমে প্যারিসে পাড়ি দিয়েছেন লিও মেসি। যদিও পিএসজি’র জার্সিতে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার-ফাইনাল থেকে দল বিদায় নেওয়ার পর সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছে আর্জেন্তাইন মহাতারকাকে। তবে শনিবার পুরনো মেজাজেই দেখা গেল মেসিকে। তবে নিষ্কৃতি পেলেন না তাঁর ব্রাজিলিয়ান বন্ধু নেইমার। খেতাব জয়ের দিনেও সমর্থকদের বিদ্রুপের শিকার হলেন তিনি। পার পেলেন না কিলিয়ান এমাবাপেও।