চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়াম থেকে

‘আমি মনে করি ২৫৮ রান শেষ করা প্রথম দিনে একটি ভাল স্কোর। এই পিচে ৪০০ বা ৫০০ রানের বেশি একটা ভালো স্কোর। ওপেনাররা সত্যিই ভালো শুরু করেছে। দুই উইকেট পতনের পর, এ্যাঞ্জেলো এবং আমি সেট হয়ে গেলাম। এটা খুব ভালো উইকেট। আমার মনে হয় তারা উইকেট থেকে উইকেটে খুব ভালো বোলিং করেছে। এ্যাঞ্জেলো ভালো খেলছে, সে আজ খুব ভালো ব্যাটিং করেছে।’ – কথা বলেছেন শ্রীলঙ্কান দলের টপ অর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস। যিনি আজ ৫৪ রানের ইনিংস দলকে উপহার দেন।

দিন শেষে ২৫৮ রান নিয়ে খুশি থাকা এই লঙ্কান টপ অর্ডার সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিলেন টেষ্টের রেওয়াজ অনুযায়ী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। বাংলাদেশ দলের স্পিন বিভাগ নিয়ে জানতে চাইলে মেন্ডিস বলেন, ‘তাইজুল এবং অফস্পিনার নাঈম খুব ভালো বোলিং করেছে। উইকেটে একটু টার্ন আছে, তবে সেটা বেশি নয়। এটা একটু ধীরগতির উইকেট। উইকেট থেকে উইকেটে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। যে কারণে আমরা বড় শট খেলতে পারিনি।’

নিজ দলের ম্যাথিউসের ১১৪ রানের ইনিংস প্রসঙ্গে মেন্ডিস বলেন, ‘সে খুব ভালো খেলেছে। শ্রীলঙ্কা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তিনি। দাপটের এক ইনিংস খেলেছেন। আমার মনে হয় আগামীকাল সে যদি ১৫০ বা ২০০ রান করতে দেন তাহলে ভালো হবে।’

উইকেটে চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হলে মেন্ডিস বলেন, ‘উইকেট ভালো ছিল, তাই আমরা (একে অপরকে বলেছিলাম) যে আমরা আতঙ্কিত হইনি। কারণ একজন ব্যাটার প্রথম দশটি বলে লড়াই করলেও তার পরে সে ভালো খেলতে পারে।’
পেস বোলিং নিয়ে বলেন, “এটি একটি ব্যাটিং উইকেট। আমি মনে করি ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে, উইকেট টু উইকেট। এই মাঠে তাদের কিছুই করার ছিল না।’

চট্টগ্রামের আবহাওয়া নিয়ে বলতে গিয়ে বলেন, ‘এত গরম। এটা শ্রীলঙ্কার চেয়েও একটু বেশি।