চট্টগ্রাম থেকে
যে কোন টেষ্ট ম্যাচের প্রথম দিনটাতে একটু চাপ থাকে মিডিয়ার মানুষগুলোর। কারণ প্রথম দিনটাতে সকলে ফোকাস থাকে বেশি। এর সঙ্গে দুই দলের টস করার বিষয়টি থাকে। যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেডিয়ামে পা রাখতে হয়। সে মোতাবেক সাগরিকায় আজ বাংলাদেশ- শ্রীলংকা দুই টেষ্টর এর প্রথমটি মাঠে গড়ানোর প্রায় দেড় ঘন্টা আগেই হোটেল থেকে বের হয়ে রিকসায় চড়তে হল। স্টেডিয়ামের মুল গেইটের সামনে দূর থেকেই দেখা যাচ্ছিল ১৫-২০ জনের একটি জটলা।

মনের মধ্যে খটকা, টেষ্ট ম্যাচে তো চট্টগ্রামের দর্শকদের আগ্রহ নেই। তাহলে কি কয়েক জন দর্শক এসেছে! আসলে তা নয়, সামনে গিয়ে দেখা গেল দুই বাংলাদেশী টাইগারের সঙ্গে শ্রীলঙ্কার জার্সি গায়ে একজন দাঁড়িয়ে আছে। তাদের ছবি তুলছে কেউ কেউ।
প্রথমে মনে হয়েছিল লঙ্কান জার্সি গায়ে বাংলাদেশী কোন নাগরিক হবে।

কিন্তু ভূল ভাঙ্গল ঐ ব্যক্তির ইংরেজিতে কথা বলা শুনে। আগ্রহ নিয়ে সামনে গিয়ে প্রশ্ন করতেই জবাব আসে তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এসেছেন নিজ দেশকে সমর্থন দিতে। নাম জানতে চাইলে বলেন ‘গায়েন’। ওয়েলকাম ‘মিষ্টার গায়েন’।
তিনি বাংলাদেশে নিজ খরচেই এসেছেন বলে জানালেন। মিরপুরে ২৩ মে দ্বিতীয় টেষ্ট শেষ করে দেশে ফিরবেন মিষ্টার গায়েন।