চট্টগ্রাম সাগরিকা থেকে

আগের দিন সংবাদ সম্মেলনে ৫৪ রানে আউট হওয়া মেন্ডিস বলেছিলেন ম্যাথিউস বড় মাপের ব্যাটসম্যান। তিনি যদি টিকে যান তাহলে লঙ্কানরা বড় স্কোর গড়তে পারবে। গতকাল ২৫৮ রানে থাকা লঙ্কান টপ অর্ডার ম্যাথিউস একাই করলেন ১১৪ রানের ইনিংস। এটা তাঁর ১২তম টেষ্ট সেঞ্চুরি। সঙ্গে থাকা চান্দিমালের সমর্থন তো ছিলই। আজ সকাল থেকেই এই জুটি টাইগার বোলারদের হতাশ করে ব্যাট করে চলেছেন।

ম্যাথিউস কত রানে গিয়ে থামবেন? সেটা বলা কঠিন। এরই মধ্যে লঙ্কান স্কোর ২৯১/৪। কোন উইকেট পতন দূরে থাক উল্টো ম্যাথিউস ১৩৫ রানে পৌছে গেছেন। চান্দিমাল টেষ্ট ফিফটি পথে ৪৩ রানে।

সাকিব, তাইজুল, নাইম- তিন স্পিনার কেউ সফল হতে পারলেন না। লঙ্কানরা আগে বলে দিয়েছিল এই উইকেটে চাইলে বড় স্কোর করা সম্ভব। সেটা করার পথেই ম্যাথিউস-চান্দিমাল জুটি এগিয়ে চলেছে।

লাঞ্চের আগে চান্দিমাল ৬৫তম টেষ্ট ম্যাচ খেলতে নেমে ২১তম টেষ্ট ফিফটির স্বাদ নিলেন। সাকিবের বলে চার মেরে চান্দিমাল ফিফটির দেখা পান। এই জুটি এখন পর্যন্ত ১১৯ রান যোগ করেছে। ম্যাথিউস ১৩৭ আর চান্দিমাল ৫৫ রানে ব্যাট করছেন।