টেকসই বন ও জীবিকা (সুফল) কর্মশালা শ্রোগানে দারিদ্র্য বিমোচনে বৃক্ষ রোপণ কর্মসূচি গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা৷

বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে স্ট্রীপ বাগানের সাথে সম্পৃক্ত সামাজিক বনায়নের উপকারভোগীদের সামাজিক বনায়ন, বাগান উত্তোলন কৌশল এবং প্রকৃতিক দুর্যোগ রোধে উপকূলীয় বনায়নের গুরুত্ব সম্পর্কে জনগণকে সক্ষম করে তোলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চর দরবেশ বাজারে মুজিব কিল্লা সড়কের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি৷

সোমবার (৩০মে) সকালে সুবর্ণচর উপজেলা হলরুমে সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার, প্রকল্প কর্মকর্তা কাওসার আহমেদসহ শতাধিক উপকারভোগীরা৷

কর্মশালা শেষে নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা নবগঠিত মুজিব কিল্লা সড়কের দুপাশের বৃক্ষরোপণ করেন৷

মোহাম্মদ ছানা উল্যা
নোয়াখালী প্রতিনিধি